মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় সেপটিক ট্যাংকে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো নির্মান শ্রমিক পলাশ রায় (৩০) এবং মাইক্রোবাস চালক মনিরুল ইসলাম (৩০)।
আজ শুক্রবার সকাল ৯ টার দিকে মাগুরা শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের মসলেম মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকের নিচের ঢালায়ের কাঠ খোলার সময় বিষাক্ত গ্যাসে নির্মান শ্রমিক পলাশ রায় অজ্ঞান হয়ে পড়ে। তাকে বাচাতে গিয়ে প্রতিবেশী মাইক্রোবাস চালক মনিরুল ইসলাম সেপটিক ট্যাংকে নামলে সেও অজ্ঞান হয়ে পড়ে। পরে শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম তাদের দুজনকেই উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায়। কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন।
কর্তব্যরত ডাক্তার মমতাজ মজিদ জানান, বিষাক্ত গ্যাসের কারনেই তাদের মুত্যু হয়েছে। নিহত পলাশ রায় পার্শ্ববর্তী চিলগাড়ী গ্রামের কুমারেশ রায়ের পুত্র। নিহত মনিরুল ইসলাম প্রতিবেশী গফুর বিশ্বাসের পুত্র।
শেখ ইলিয়াস মিথুন,
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ