ঈদের আগাম ট্রেন টিকিট বিক্রি শুরু হচ্ছে বুধবার। দুর্ভোগ কাটাতে এবারই প্রথম কমলাপুর স্টেশনের বাইরে নগরীর আরও কটি জায়গা থেকে টিকিট নিতে পারবেন যাত্রীরা। এছাড়া ৩৩টি আন্তঃনগরের পাশাপাশি যুক্ত হচ্ছে ১২টি স্পেশাল ট্রেন। ঈদের আগের ৪ দিন যুক্ত হবে ১৩৮টি বগি। এসময় বন্ধ থাকবে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল।
ঈদে বাড়ি ফেরার ট্রেনের টিকিটের জন্য বেশির ভাগ যাত্রীই ভিড় করেন কমলাপুর রেলস্টেশনে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় টিকিটপ্রত্যাশীদের। সেই সংকট কাটাতে এবার কমলাপুরের বাইরে পাঁচটি জায়গা থেকে দেয়া হচ্ছে ট্রেনের আগাম টিকিট। কমলাপুর থেকে দেয়া হবে পশ্চিমাঞ্চলগামী সব ট্রেনের টিকিট। পুরান ঢাকার ফুলবাড়িয়া রেলওয়ে কল্যাণ ট্রাস্টে দেয়া হবে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট। বিমানবন্দর স্টেশনে মিলবে চট্টগ্রাম অঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। তেজগাঁও স্টেশন থেকে দেয়া হবে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট। বনানী থেকে নেত্রকোণাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের।
ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ২২ মে। চলবে ২৬ মে পর্যন্ত। ঈদের সম্ভাব্য তারিখ ৫ জুন ধরে ২২ মে দেয়া হবে ৩১ মের টিকিট, ২৩ মে ১ জুনের টিকিট, ২৪ মে ২ জুনের টিকিট, ২৫ মে ৩ জুনের এবং ২৬ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট। ঈদের পরে ফিরতি ট্রেনের টিকিটও বিক্রি হবে ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত।ঈদে বাতিল করা হচ্ছে রেলের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ