ভারতীয় সর্ববৃহৎ ব্যবসায়িক গ্রুপ রিলায়েন্সের বিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। প্রথম পর্যায়ে ৭৫০ মেগাওয়য়াট বিদ্যুৎ প্রকল্পটি হবে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে। রিলায়েন্স এক বিবৃতিতে এই অনুমোদন পাওয়ার বিষয়টি জানায়।
বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রটিতে এনএলজি সরবরাহ করা হবে মহেশখালী টার্মিনাল থেকে, আর অতিরিক্ত রি-গ্যাসিাইড এনএলজি তারা পেট্রো বাংলাকে সরবরাহ করবে। প্রথম ধাপের বিদ্যুৎ কেন্দ্রের কাজ ২ বছরের মধ্যে শেষ হবে বলে দাবি রিলায়েন্সের।
২০১৮-২০১৯ সালে চাহিদা অনুযায়ি বিদ্যুৎ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। বিবৃতি অনুযায়ী, ভারতের অন্ধ্রপ্রদেশের সমলকট প্রকল্পের জন্য চুক্তি হওয়া, আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি এ প্রকল্পে ব্যবহৃত হবে। রিলায়্সের দাবি, এ প্রকল্পে বিনিয়োগ হবে ১৩০ কোটি ডলার, যা, বাংলাদেশে সর্ববৃহৎ বিদেশী বিনিয়োগ