নাটোরের লালপুর উপজেলার গোপালপুর এলাকায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলাম (৩৬) খুন হয়েছে। বুধবার সকালে গুরুতর জখমবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় গুরুতর আহত অপর এক যুবলীগ কর্মীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকারে নর্থবেঙ্গল সুগার মিলের ১নম্বর ফটকের সামনে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলাম (৩৮) দাঁড়িয়ে ছিলেন। এ সময় যুবলীগের কর্মী তাঁর প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত গোপালপুর পৌরসভার কমিশনার মাসুদ রানা, যুবলীগ কর্মী মঞ্জুসহ ১০ জন ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারিরা তাঁর দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেয়। একই সাথে তাঁর মাথায় একাধিক কোপ দেয়। হামলাকারিরা তাঁকে মূমূর্ষ্য অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে তাৎক্ষণিক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁকে বহনকারি অ্যাম্বুলেন্সের চালক জহুরুল ইসলাম দুপুর পনে দুইটার দিকে জানান, কিছুক্ষণ আগে জাহারুলকে রামেক হাসপাতালে ভর্তি করার পর তাঁর মৃত্যু হয়েছে। তার লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার সময় গুরুতর আহত প্রান্ত হোসেন (২২) নামের আরও একজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে কর্তব্যর চিকিৎসক জানিয়েছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান,তাঁরা ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

প্রসেনজিত কুমার
নাটোর নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে