সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। গোলরক্ষক মেহেদী হাসানের দুর্দান্ত পারফর্মেন্সে টাইব্রেকারে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। টুর্নামেন্টের ফেয়ার প্লে’র ট্রফিও এসেছে বাংলাদেশের ঘরে। ৪ গোল করে টপ স্কোরার বাংলাদেশের নিহাদ।
গোলরক্ষকের নৈপুন্য বলতে যা বোঝায়, তার সবটাই নিংড়ে দিয়েছিলেন মেহেদী হাসান। রোমাঞ্চকর টাইব্রেকারে তার বীরত্বেই শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশ। মেহেদীর নৈপুন্যেই টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপা উচিঁয়ে ধরার গৌরব লাল-সবুজের প্রতিনিধিদের। ম্যাচের শুরুর একাদশে ছিলেন না মেহেদি। সেমিফাইনালে ভারতের বিপক্ষে তার বীরত্বের কথা মাথায় রেখেই, ম্যাচের শেষ দিকে গোলপোষ্ট সামলাতে নামেন বদলি হিসেবে। প্রথম শট মিস হলেও পাকিস্তানের টানা দুইটি শট রুখে বাংলাদেশকে ম্যাচে ফেরান। পরের তিনটি শটেই বল জালে পাঠায় বাংলাদেশের কিশোররা। পঞ্চম শট মিস করলে শিরোপা উৎসবের অপেক্ষা বাড়ে আরো কিছুক্ষণের জন্য। অত্যন্ত দক্ষতার সাথে পাকিস্তানের শেষ শট প্রতিহত করেন ম্যাচ জয়ের নায়ক মেহেদী।
নেপালের আনফা কমপ্লেক্সে শুরু থেকে বল দখলের লড়াইয়ে এগিয়েছিল বাংলাদেশ। ২৫ মিনিটে আত্মঘাতী গোলে লিড পায় বাংলাদেশ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে পাকিস্তান। ম্যাচে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় মেহেদী-রোস্তমরা। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ ভাগ্য গড়ায় সরাসরি টাইব্রেকারে। এই জয়ে বাংলাদেশ ছুঁয়ে ফেলল ভারতকে। তারাও এ টুর্নামেন্টে দুইবার চ্যাম্পিয়ন। এর আগে ২০১৫ তে অনূর্ধ্ব ১৬ সাফে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
এদিকে ২০১৫ সালে সিলেটে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬’র শিরোপা জিতেছিলো বাংলাদেশি কিশোররা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ