রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাস চালক বাবুল হোসেন ও হেলপার আব্দুল হায় এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে ২৭৯/৩৩৮ এর ক ধারায় এই মামলা দায়ের করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
বাস চালক বাবুল মতিহার থানাধীন বাজে কাজলা এলাকার আব্দুস সালাম  মন্ডলের ছেলে এবং হেলপার আব্দুল হাই বোয়ালিয়ার থানার মেহেরচন্ডী পূর্ব পাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে বলে জানা গেছে। অন্যদিকে মামলার বাদী রাবির আইবিএস’র সহযোগী অধ্যাপক কামরুজ্জামান।
মামলার বাদী কামরুজ্জামান জানান, ১৪ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট দিয়ে প্রবেশের সময় রাজ মেট্রো-স-১১-০০১১ নম্বরের একটি বাস আমার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ভাগ্যক্রমে বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হই। ঘটনাস্থলে উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করে। বর্তমানে একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞের অধীনে ফিজিওথেরাপি নিচ্ছি।
তিনি আরও জানান, দূর্ঘটনার পর গত ২১ অক্টোবর মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দেই। সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। আমি এই দূর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি করছি।
মামলা বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন  জানান, বাস দূর্ঘটনায় রাবি শিক্ষক কামরুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সেই  মামলার তদন্তের ভার এসআই আব্দুল মমিনকে দেয়া হয়েছে।
মেশকাত মিশু,                                        নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে