২০১৯ সালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে হবে ব্যারেল প্রতি ৭৪ ডলার। সম্প্রতি বিশ্বব্যাংকের কমোডিটি আউটলুক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আগামী বছর তেলের দাম ব্যারেল প্রতি ৭২ ডলার হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছিলো। প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে তেল, গ্যাস ও কয়লার দাম ৩৩ দশমিক ৩ ভাগ পর্যন্ত বাড়বে। তবে ২০১৯ সালে তা স্থিতিশীল থাকবে।

বিশ্বব্যাংক বলছে, এ সময় যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল উৎপাদন বাড়বে। পাশাপাশি বিশ্বব্যাপী চাহিদা স্থিতিশীল থাকবে বলেও পূর্বাভাস দেয়া হয়। তবে অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে উৎপাদন কমে যাবে ইরান ও ভেনেজুয়েলায়। এদিকে, আগামী বছর খাদ্যসহ কাঁচামাল ও কৃষি পণ্যের দাম ১ দশমিক ৬ ভাগ বাড়ার কথা বলা হয়েছে প্রতিবেদনে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে