বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিয়েছে ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি। বিকেলে সচিবালয়ে এ রিপোর্ট জমা দেয়া হয়।
এসময় কমিটির অন্য দুই সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন। রিপোর্ট জমা দেয়ার পর তারা অর্থমন্ত্রীর সাথে একান্তে বৈঠক করছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ চুরির ঘটনায় গেল ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, বুয়েটের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব গকুল চন্দ্র দাস।