চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহনের প্রাথমিক চুক্তি সই হয়েছে। দুদেশের মধ্যে প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড-পিআইডব্লিউটিটি এর বৈঠকে এই চুক্তি সই হয়।
বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে চুক্তি সই করেন বাংলাদেশের নৌ পরিবহন সচিব আবদুস সামাদ ও ভারতের জাহাজ মন্ত্রণালয়ের সচিব গোপাল কৃষ্ণ। এছাড়াও বৈঠকে নৌপথ ব্যবহার করে বাণিজ্য বাড়ানোর জন্য অভিন্ন নদীর সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে।
বন্দর ব্যবহারের জন্য ভারতকে কত খরচ দিতে হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের নৌসচিব। তবে এবিষয়ে আগামী ৪ ডিসেম্বর বৈঠকে বসবেন দুদেশের নৌ মন্ত্রনালয়ের কর্মকর্তারা।
তার আগে কলকাতায় অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক আলোচনা সভা । যেখানে বেসরকারি উদ্যোক্তারা নদী ও সমুদ্রপথের যোগাযোগের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ