তরুণ প্রজন্মকে মানসিক চাপ মুক্ত করার লক্ষে বিশ্বের বেশ কয়েকটি দেশে পালন করা হয়েছে আন্তর্জাতিক বালিশ লড়াই বা পিলো ফাইট ডে।

এ বছরের পিলো ফাইট ডে’তে শত শত প্রতিযোগী বালিশ নিয়ে একে অন্যের সঙ্গে মেতে ওঠে মেকি লড়াইয়ে।ক্ষণ গণনা শেষে প্রতিযোগীরা বালিশ নিয়ে এক অন্যের সঙ্গে লড়াইয়ে নেমে পড়েন। তবে কোনো রাগ বা ক্ষোভ থেকে এ লড়াই নয়। জার্মানির বার্লিনে আন্তর্জাতিক পিলো ফাইট ডে উপলক্ষে ব্যতিক্রমী এ লড়াইয়ে সবাই মেতে ওঠে।

বালিশ যুদ্ধের আয়োজন করা হয় হংকং ও তাইওয়ানেও। এতে বড়দের পাশাপাশি সমান উৎসাহের সঙ্গে অংশ নেয় ছোটরাও। এক ঘণ্টা ধরে চলা লড়াই শেষে অনেকটা চাপমুক্ত হয়েই ঘরে ফেরেন অংশগ্রহণকারীরা।

পিলো ফাইটের আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রের ওহাইয়ো ও ক্লিভল্যান্ডেও। ২০০৮ সালে প্রথমবার আয়োজিত পিলো ফাইট ডে’তে অংশ নেয় বিশ্বের বিভিন্ন প্রান্তের ২৫ টিরও বেশি শহরের অধিবাসীরা। এরপর আন্তর্জাতিক রূপ দেয়ার জন্য প্রতিবছর এপ্রিল মাসে এ লড়াইয়ের আয়োজন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে