সিলেটে সিটিতে প্রায় ১২০ কোটি টাকা বকেয়া বিল নিয়ে বিপাকে বিদ্যুৎ বিভাগ। সিটি করপোরেশন, জেলা ও বিভাগীয় স্টেডিয়াম, রেলওয়েসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছেই বকেয়া সবচেয়ে বেশি। দীর্ঘদিন বিল পরিশোধ না হওয়ায় বি/দ্যুৎ খাতে সরকারের ভর্তুকির বিপরীতে বেড়েই চলেছে ব্যয় পরিসীমা।

সিলেট শহরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে বিদ্যুৎ গ্রাহক প্রায় দুই লাখ। চারটি বিক্রয় ও বিতরণ বিভাগের মাধ্যমে সেবা দিয়ে আসছে বিদ্যুৎ বিভাগ। সময়মতো বিল পরিশোধ না করায় গ্রাহকদের কাছে বর্তমানে পাওনা ১২০ কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ ২০ কোটি টাকা বকেয়া পড়ে আছে সিটি করপোরেশেনের কাছে। বকেয়া গ্রাহকের তালিকায় আরও আছে জেলা ও বিভাগীয় স্টেডিয়াম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, কৃষি বিশ্ববিদ্যালয়, রেলওয়েসহ বেশকিছু সরকারি প্রতিষ্ঠান। বারবার তাগাদা দেয়ার পরও বিল পরিশোধ করছে না তারা।
==
বাজেট ঘাটতির কারণে বিল পরিশোধ করতে পারছে না বলে দাবি সরকারি প্রতিষ্ঠানগুলোর। আর সিটি করপোরেশন বলছে, নিজস্ব আয় না থাকায় দিতে পারছে না বিদ্যুৎ বিল। যদিও গেলো দুই অর্থবছরে নিজস্ব খাতে ৮০ কোটি টাকার ওপরে আয় দেখিয়েছে করপোরেশন।সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয় আর সদিচ্ছার অভাবেই বছরের পর বছর বিদ্যুৎ বিল বকেয়া পড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে