পরিকল্পনাতেই আটকে আছে রাজধানীতে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সঞ্চালনের কাজ। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, ধীরগতিতে হলেও তারা কাজ শুরু করেছেন। এদিকে, অপরিকল্পিত নগরায়ন ও জমির স্বল্পতাকে প্রধান চ্যালেঞ্জ বলছে বিদ্যুৎ বিভাগ।

রাজধানীসহ সারাদেশে বিদ্যুতের খুঁটি ও ঝুলন্ত তারের কারণে ঘটে নানা রকম দুর্ঘটনা। এতে প্রতিবছর গড়ে শতাধিক মানুষ মারা যায়। এসব দুর্ঘটনা রোধে মাটির নিচ দিয়ে সঞ্চালন লাইনের মাধ্যমে ঢাকায় বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেয় সরকার। তবে পরিকল্পনার দুই বছর পেরিয়ে গেলেও এখনো রাজধানীতে বহাল রয়েছে বিদ্যুতের খুঁটি ও ঝুলন্ত তার।

ঢাকায় বিদ্যুৎ সরবরাহ ও সঞ্চালনের দায়িত্ব ডিপিডিসি ও ডেসকোর। মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। নানা জটিলতায় মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নিতে দেরি হচ্ছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে কাজ অব্যাহত রয়েছে, বলছে বিদ্যুৎ বিভাগ। বিতরণ ব্যবস্থা নিরাপদ ও আধুনিক করতে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহের নেটওয়ার্ক গড়তে সমন্বিত পরিকল্পনা নেয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে