কক্সবাজারের টেকনাফে চালু হয়েছে দেশের প্রথম সোলার পার্ক। চালুর এক মাসের মধ্যেই সেখান থেকে প্রথমবারের মতো জাতীয় সঞ্চালন গ্রিডে যোগ করা হয়েছে সৌর বিদ্যুৎ। সোলার টেক এনার্জি লিমিটেড নামের বেসরকারি একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সোলার পার্কটি চালু হওয়ায় দেশের বিদ্যুৎ খাত আরও সমৃদ্ধ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টেকনাফের সৌর বিদ্যুৎ কেন্দ্রে পরিবেশ বান্ধব পদ্ধতিতে প্রতিদিন উৎপাদন হচ্ছে ২০ মেগাওয়াট বিদ্যুৎ। টেকনাফ ও উখিয়ার চাহিদা পূরণের পর বাকিটা যোগ হচ্ছে জাতীয় সঞ্চালন গ্রিডে। সোলার পার্কে সারা বছরই বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানিয়েছে উদ্যোক্তা প্রতিষ্ঠান। এ অঞ্চলের উন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণ আরো বাড়ানোর আহ্বান কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের।

ভবিষ্যতে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়েছে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নকারী প্রতিষ্ঠানটি।

ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে