টানা ২১ দিন বন্ধ থাকার পর ঈদুল আযহা উপলক্ষে সোমবার থেকে সীমিত সময়ের জন্য দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র চালু করবে কর্তৃপক্ষ। তবে ৫২৫ মেগাওয়াট ক্ষমতার ৩টি ইউনিটের পরিবর্তে ১২৫ মেগাওয়াটের একটি ইউনিট চালুর কথা জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা। ওই বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রীডে।
তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ঈদুল আযহা এবং চলমান তাপদাহ থেকে মানুষকে স্বস্তি দিতে পাঁচ-ছয় দিনের জন্য একটি ইউনিট চালু করা হচ্ছে। কয়লা মজুদের পরিমাণ কম হওয়ায় বেশি সময় কেন্দ্র চালু রেখে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবেনা বলে জানান তিনি।
ইন্ডিপেনডেন্ট