অ শিল্পীসূলভ আচরণের জন্য টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্্ এসোসিয়েশন আগামী ছয় মাসের জন্য নিষিদ্ধ করলেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনকে। গত ২৮ জুলাই, ২০১৮ তারিখে সংগঠনের কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সকল সদস্যকে আগামী হয় মাস সারিকা সাবরিনকে কোনপ্রকার নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে না নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে, অন্যথায় ঐ সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেখ মিটুর স্বাক্ষরিত একটি আদেশনামায় এই নিষেধাজ্ঞা ১লা আগস্ট ২০১৮ থেকে কার্যকর উল্লেখ করা হয়। প্রযোজক মোহাম্মদ বোরহান খানের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রযোজক মোহাম্মাদ বোরহান খানের সাথে সরাসরি আলাপ করলে তিনি জানান, গত মার্চের ২১ তারিখে তার একটি নাটকের শুটিং এর জন্য নেপাল যাওয়ার কথা এবং সারিকার সিডিউলও নেয়াসহ অগ্রীম সম্মানীবাবদ তাকে পঞ্চাশ হাজার টাকা,রিটার্ন এয়ার টিকিট ও স্ক্রিপ্ট তার বাসায় তার হাতে পৌছে দেয়া হয়। নির্ধারিত ফ্লাইটেরর আগের দিনও তিনি নেপালে যাওয়ার ব্যাপারে জানান তিনি সময়মত এয়ারপোর্টে পৌছে যাবেন। কিন্তু নির্ধারিত দিন ও সময়ে তিনি এয়ারপোর্টে এবং তাকে মুঠোফোনেও পাওয়া যায়নি। অবশেষে তাকে ছাড়াই শুটিং ইউনিট নিয়ে নেপালের উদ্দেশ্যে রওয়ানা হতে হয়। সারিকা না থাকায় তাকে নিয়ে পরিকল্পনা করা নাটকগুলো করা আর সম্ভব হয়নি এবং তিনি বিব্রতকর পরিস্থিতিসহ আর্থিকভাবেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও টিভি চ্যানেলে সারিকা অভিনিত নাটক জমা দিতে না পারার কারণে অসম্মানিত হয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্্ এসোসিয়েশন ও এ্যাক্টরস্ ইকুইটি নানা মাধ্যমে সারিকার সাথে যোগাযোগ করেও যথাযথ সারা পাননি বিধায় এ সিদ্ধান্তে আসতে তারা বাধ্য হয়।
গাজী মামুন
বিশেষ প্রতিনিধি, বিডি টাইমস্ নিউজ