নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় কারফিউ জারি করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৬ জন।

মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের হান্ডওয়ারায় সেনা সদস্যের দ্বারা এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটলে, বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহরজুড়ে। এ সময় বিক্ষোভকারীরা স্থানীয় একটি সেনাচৌকিতে হামলা চালালে, নিরাপত্তার দায়িত্বে থাকা সেনারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় তিন বিক্ষোভকারী। পরে বিক্ষোভ ছড়িয়ে পরে আশপাশের এলাকায়। এদিকে, অভিযুক্ত সেনাসদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাজ্যের মুখমন্ত্রী মেহবুবা মুফতি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে