সিনান আহমেদ শুভঃ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজাবাড়ী জেলা বিএনপি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে প্রথমে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ও বড় বাজার প্রদিক্ষণ করে ১ নম্বর রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন। এসময় পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা করা হয়েছে। বাংলাদেশের পতাকা টেনে ছিড়ে ফেলা হয়েছে। এটি একটি জঘন্যতম কাজ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। আর এখন বাংলাদেশের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র করছে তারা। বাংলাদেশের হাইকমিশনে হামলা করে এদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে তারা। এটা কোননোভাবেই মেনে নেওয়া যাবে না। বাংলাদেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ বসবাস করে। এদেশে ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই। কিছু ষড়যন্ত্রকারীরা কিছু কিছু মানুষকে উসকানি দিয়ে একটি অরাজগতা সৃষ্টি করতে চাইছে। এটা আমরা কঠোর হাতে প্রতিহত করতে প্রস্তুত। কোনো ষড়যন্ত্রই আমরা টিকে থাকতে দেবো না।
রাজবাড়ী নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ