আহসান হাবিবঃ পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর)সকালে জেলা শহরের চৌরঙ্গি মোড় এলাকায় সরকারি রাস্তার ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়।এসময় ভেকু দিয়ে বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারন করা হয়েছে।
জেলা প্রশাসক সাবেত আলীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের,উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন,সিনিয়র সহকারি কমিশনার (রাজস্ব শাখা) ইমরানুজ্জামান,সহকারি কমিশনার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান প্রমূখসহ যৌথবাহিনী উপস্থিত ছিলেন।
এর আগে পঞ্চগড়-টুনিরহাট সড়কের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি কালভার্ট পর্যন্ত সরকারি রাস্তা পরিমাপ করে চিহ্নিত করে। যাদের অবৈধ স্থাপনা রয়েছে ৩ নভেম্বরের মধ্যে তাদেরকে নিজ খরচে সরিয়ে ফেলার জন্য অনুরোধ করা হয়।অন্যথায় ৪ নভেম্বর অবৈধ স্থাপনা অপসারনসহ দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন,সরকারি জায়গায় অবৈধ স্থাপনা,এজন্য অপসারন করা হচ্ছে।পরবর্তীতে রাস্তা প্রশস্তকরন করা হবে,এতে শহর যানজট মুক্ত থাকবে।অভিযান চলমান থাকবে।পর্যায়ক্রমে অন্যান্য এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।
পঞ্চগড় নিউজ ডেস্ক।। বিডি টাইমস ডেস্ক