রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২১ বছরের আক্ষেপ ঘুচিয়ে দেশটিকে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে হারিয়েছে টাইগাররা। এমন ঐতিহাসিক জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি উৎসর্গ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।রাওয়ালপিন্ডি টেস্ট বাংলাদেশের টেস্ট ইতিহাসে স্মরণীয় এক টেস্ট হয়ে থাকবে। প্রতিপক্ষের মাটিতে বাংলাদেশের এমন দাপুটে জয় ইতিহাসে আর কখনো দেখা যায়নি। তাও এমন দলকে হারিয়েছে, যাদের সঙ্গে গত ২১ বছরে একটি টেস্টও জেতেনি টাইগাররা।
জুলাই এবং আগস্ট মাসে আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। আর তাদের রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতন ঘটে। ইতিহাস গড়ার এই মুহূর্তে তাদের কথা স্মরণ করল বাংলাদেশ দল। বিশেষ এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি উৎসর্গ করেছে তারা। রোববার (২৫ আগস্ট) ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে বিষয়টি জানান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
অনলাইন স্পোর্টস ডেস্ক।। বিডি টাইমস নিউজ