বাংলাদেশ সফররত চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী কং জুয়ানইউ গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপির সাথে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থার মধ্যেও শিল্পায়ন, দারিদ্র দূরীকরণ ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে ৬ শতাংশের উপর প্রবৃদ্ধির হার নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যা অবশ্যই অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য অনুকরণীয়। দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ বাড়িয়ে বিদ্যমান সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারেও তিনি মতামত ব্যক্ত করেন।

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতার জন্য গভীর আগ্রহ প্রকাশ করে চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশকে এ ব্যাপারে চীন প্রয়োজনীয় তথ্য, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহায়তা দান করতে পারে। দু’দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য আনার জন্য চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ সরকারের বার্তা পৌঁছে দেবেন বলে বৈঠকে তিনি আশ্বাস দেন। কং জুয়ানইউ তরুণ কুটনীতিকদের প্রশিক্ষণ প্রদানেও চীনের আগ্রহের কথা ব্যক্ত করেছেন।

চীনের সাথে বাণিজ্যিক ভারসাম্যে সমতা অনার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রী চীনকে বাংলাদেশী কিছু নির্দিষ্ট পণ্যের উপর ভ্যালু এ্যাডিশন কমানোর প্রস্তাব করেন। এ লক্ষ্যে বাংলাদেশ হতে অধিক হারে পাট ও পাটজাত পণ্য আমদানীর জন্যও তিনি চীনা সরকারের প্রতি অনুরোধ করেন।
শাহ্রিয়ার আলম সমুদ্র অর্থণীতির বিকাশ ও উন্নয়নে চীনা সহযোগিতা কামনা করেন। তিনি চীনের জন্য বাংলাদেশ সরকার নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে