জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম অংশীদার বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা মিশন পরিচালনা বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রোয়া। বাংলাদেশি শান্তিরক্ষীরা অসামান্য অবদান রাখছে বলেও মন্তব্য করেছেন তিনি।

রাজধানীর একটি হোটেলে রোববার রাতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ল্যাক্রোয়া। শান্তিরক্ষা মিশনে কাজ করার সময় প্রাণ দেয়া ১৪৪ জন বাংলাদেশির পরিবারের প্রতি সমবেদনা জানান জাতিসংঘ প্রতিনিধি। মিশন শুরুর আগে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রস্তুতি, প্রশিক্ষণ ও সার্বিক কার্যক্রম সংক্রান্ত ধারণা অর্জনে ল্যাক্রোয়া নেতৃত্বে ঢাকায় এসেছে ৫ সদস্যের প্রতিনিধি দল।

সংবাদ সম্মেলনের আগে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পুলিশ মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করে। তিন বাহিনী প্রধানের সঙ্গেও তাদের বৈঠকের কথা রয়েছে।

নোমান রহমান
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে