আহসান হাবিব,পঞ্চগড় সংবাদদাতা।। স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ ও শান্তি প্রগতির বাংলাদেশ’-এমন প্রতিপাদ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভজনপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভজনপুরে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ ওপেন হাউজ ডে আয়োজন করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাহ্, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, মডেল থানার ওসি তদন্ত আরমান আলীসহ থানা পুলিশ সদস্যবৃন্দ প্রমুখ। এছাড়াও এ সময় সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন, শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন, ভজনপুর ইউপি চেয়ারম্যান মসলেউদ্দিন, দেবনগর ইউপি চেয়ারম্যান সোলেমান আলীসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেম্বার, গ্রাম পুলিশ, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা তারা মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, অনলাইন জুয়া ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনে দাবিসহ বিভিন্ন সমস্যা চিত্র তুলে ধরে তাদের ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, আমরা কিছু ইস্যু নিয়ে আজকের এই পুলিশিং ওপেন হাউজ ডে আয়োজন করেছি। অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য ব্যবহারের কুফল, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আত্মহত্যা প্রতিরোধ, সন্ত্রাস, জঙ্গীবাদসহ যাবতীয় আইনশৃঙ্খলা বিষয় নিয়ে। আজকে এখানে আলোচনা সভায় সর্বাধিক যে গুরুত্ব পূর্ণ বিষয় উঠে এসেছে সেটা হচ্ছে তেঁতুলিয়ায় পাথর উত্তোলন বিষয়ে। সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনে কোন বাধা নেই। তবে ড্রেজার মেশিন কিংবা ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন করলে আমরা বাধা দিব। কারণ, অবৈধ যান্ত্রিক পদ্ধতিতে পাথর তুললে পরিবেশের হুমকিসহ আমাদের ও আমাদের আগামী প্রজন্ম এ ক্ষতিগ্রস্তের শিকার হবে। তাই সমতলে কোন ড্রেজার মেশিনে পাথর উত্তোলন করা যাবে না। সীমান্তের জিরোলাইন অতিক্রম করে নদীতে পাথর উত্তোলন করা যাবে না। মনে রাখতে হবে সমাজে বেশির ভাগের লোকের চেয়ে খুব কম সংখ্যক মানুষ খারাপ হয়। তাই এদের সম্মেলিতভাবে যাবতীয় অপরাধ নিমূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।