আশিকুর রহমান সরকার,রংপুর সংবাদদাতা।। নারীর সম-অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এ স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে উদ্দীপন রংপুর জোনের আয়োজনে‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ ঘটিকায় উদ্দীপন রংপুর জোনের জোনাল অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উদ্দীপন অফিসে এসে শেষ হয়। র্যালি শেষে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রবীণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং উদ্দীপনের কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে ছাতা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। উদ্দীপনের প্রবীণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোঃ হেলাল মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অবসরপ্রাপ্ত) প্রফেসর আরেফিনা বেগম, সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর মোসলেমা বেগম মেরি,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নূরুল ইসলাম, জোনাল ব্যবস্থাপক, উদ্দীপন, রংপুর জোন।