আহসান হাবিব ,পঞ্চগড় সাংবাদদাতা।। পঞ্চগড়ে সেবাহিনীর ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে টিকিট নিতে গিয়ে আব্দুস সুবহান (২৫) নামে এক ট্রেনের টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে তাকে গ্রেফতার করে নিয়ে যায় দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ। এর আগে সকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে তাকে আটক করে স্টেশন তাকে আটক করা হয়। আটক আব্দুস সুবহান ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার গড়িয়ালী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি কলেজের অনার্সেরর ৪র্থ বর্ষের ছাত্র।

স্টেশন সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ছিল স্টেশন থেকে বড় অংকের টিকিট কালোবাজারি হচ্ছে। সেই খবরের ভিত্তিতে গত ৪ দিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে স্টেশন মাস্টার মাসুদ পারভেজসহ পঞ্চগড় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ও রেলওয়ে পুলিশ। এর মাঝে সকালে সুবহান নৌবাহিনীতে চাকুরিতে থাকা সাজেদুল রহমান নামে ফুফাতো এক ভাইয়ের কথা বলে একটি ভুয়া ওয়ারেন্টে ৪২টি আসনের টিকিট নিতে আসে। এর মাঝে ওয়ারেন্টে অসম্পূর্ণ থাকায় স্টেশন মাস্টারকে অবগত করা হয়। পরে স্টেশন মাস্টারের সহায়তায় আরএনবি কর্মীদের হাতে তুলে দেয়া হয়।স্টেশনের বুকিং সহকারী রেজাউন সিদ্দিক বলেন, সকালে সুবহান নামের ওই যুবক সেনাবাহিনীর ওয়ারেন্ট নিয়ে ৪২ টি টিকিট নিতে আসে। সেই ওয়ারেন্টে কিছু সমস্যা থাকায় সন্দেহ হলে স্টেশন মাস্টারকে অবগত করা হয়। পরে স্টেশন মাস্টারের নির্দেশে পঞ্চগড় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হেফাযতে নেয়া হয়।

স্টেশন মাস্টার মাসুদ পারভেজ বলেন, প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এর সাথে একটি বড় চক্র রয়েছে। আমরা বিষয়টি বিস্তারিত জানার জন্য আরএনবি বাহিনীর হাতে হস্তান্তর করে রেলওয়ে পুলিশকে অবগত করেছি। তার হেফাযতে থাকা সেনাবাহিনীর ওয়ারেন্টসট বেশ কিছু ডকুমেন্ট জব্দ করা হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তিনি আরো বলে, আটক ওই যুবক প্রথমে জানিয়েছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নে হাসপাতাল হবে বলে তাকে টিকিট কাটতে পাঠিয়েছে। এর পর বিষয়টি বিজিবিকে অবগত করলে তারা হাসপাতালের বিষয়টি মিথ্যা বলে জানান। পরে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পঞ্চগড় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) উপ-পরিদর্শক মাহিদুল ইসলাম মাহিদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিক ভাবে জানা গেছে সে কালোবাজারির সাথে জড়িত। আজ সে কালোবাজারি করে টিকিট সংগ্রহ করতে আসলে স্টেশন কর্তৃপক্ষের সহায়তায় আরএনবি’র হাবিলদার সহ তিনজন মিলে তাকে হেফাযতে নেয়। পরে রেলওয়ে দিনাজপুর পুলিশ আসলে তাকে তুলে দেয়া হয়। এদিকে সেনাবাহিনীর ওয়ারেন্টের মাধ্যমে পূর্বের অসংখ্য জিরো টাকার ওয়ারেন্ট টিকিট তার কাছে পাওয়া গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সিসি টিভি ফুটেজে এই যুবকের স্টেশনে পূর্বের উপস্থিতি ফুটেজে পাওয়া গেছে।

দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের এসআই জেসমিন আক্তার বলেন, খবর পেয়ে পঞ্চগড় স্টেশনে এসে তাকে গ্রেফতার করেছি। একই সাথে তার কাছে থাকা কিছু ডকুমেন্ট জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতারণা ও টিকিট জালিয়াতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে