আসাদুজ্জামান মিরাজ,পটুয়াখালী সাংবাদদাতা।। সাংবাদিকতা ব্যবসা বন্ধ করতে কাজ করছি আমরা। বিভিন্ন সমস্যা ও সংকটের কারনে আমাদের মুল ধারার সাংবাদিকদের চিহ্নিত করতে দেরি হচ্ছে। তবে আমরা দ্রুতই এটা করতে পারবো। একথা জানান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। পটুয়াখালীর কলাপাড়ায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গনমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকা শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভার এক সেমিনারে একথা বলেন তিনি।

বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইন্জি: মো. তৌহিদুর রহমান (সি আই পি) মিলনায়তনে কলাপাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৬০ জন সাংবাদিকের উপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। হলুদ সাংবাদিকতার উপর কঠোর নজর দিয়ে বস্তুনিষ্ঠতা ফিরিয়ে আনার উপর জোর দেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের সমস্যা ও দাবি তুলে ধরেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক এম.এম মোশাররফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর প্রেসক্লাবের সভপতি মো. নাসির উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম আরো বলেন, সাংবাদিকরা ঠিকমত কাজ করতে পারলে মানুষ উপকৃত হবে। আমাদের উদ্দেশ্য মানুষের উপকারে আসে এমন কাজ করা। সাংবাদিক সমাজে কিছু দুষ্টু লোক রয়েছে যাদের কারনে সবার বদনাম হচ্ছে। সাংবাদিকতাকে ব্যবসা হিসাবে না নিয়ে মানোন্নয়ন করতে হবে তাহলে সাংবাদিকদের সুনাম বাড়বে। সাংবাদিকদের ডাটাবেইজ তৈরি হচ্ছে। বেশ কয়েকটি জেলার তথ্য পেলেও সব জেলার সাংবাদিকদের তথ্য এখনো পাওয়া যায়নি। সাংবাদিকতা ব্যবসা বন্ধ করতে কাজ করছি আমরা। বিভিন্ন সমস্যা ও সংকটের কারনে আমাদের মুল ধারার সাংবাদিকদের চিহ্নিত করতে দেরি হচ্ছে। তবে আমরা দ্রুতই এটা করতে পারবো। সাংবাদিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সরকারের কাছে প্রস্তাব রাখার কথাও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে