সাকিব আল হাসান ব্যাটিং নিয়ে অসন্তুষ্টি না জানালেই বরং অবাক হতে হতো। এশিয়া কাপের সুপার ফোরে আজ পাকিস্তানের কাছে বাংলাদেশ যে ৭ উইকেটে হেরে গেছে, তার মূল কারণ তো ওই একটাই – ১৯৩ রানে অলআউট হওয়া! লাহোরের এমন ব্যাটিংসহায়ক পিচে যা রীতিমতো অপরাধের পর্যায়ে পড়ে!
সাকিবও এভাবে অল্প রানে গুটিয়ে যাওয়া নিয়ে হতাশা জানিয়েছেন। পাশাপাশি গত কিছুদিনে ‘উত্থানপতনে’র মধ্য দিয়ে যাওয়া ব্যাটিং নিয়ে বাংলাদেশ অধিনায়ক সোজা কথাটাই বললেন – ব্যাটিংটা একদিন ভালো হয় তো অন্যদিন খারাপ। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুরুর দশ ওভারে চার উইকেট হারানো নিয়ে আক্ষেপ জানিয়েছেন সাকিব, ‘আমরা শুরুতে দ্রুতই কয়েকটি উইকেট হারিয়েছি, বাজে কিছু শট খেলেছি। এরকম একটা পিচে প্রথম দশ ওভারে চার উইকেট হারিয়ে ফেলা ঠিক হয়নি। তবে এমন তো হতেই পারে। আমাদের (সাকিব ও মুশফিকের) জুটিটা ভালোই হয়েছিল, তবে আমাদের আরও ৭-৮ ওভার ব্যাটিং করা দরকার ছিল। সব মিলিয়ে এই উইকেটের জন্য খুব বাজে ব্যাটিং হলো। তবে এটা ভুলে আমাদের পরের ম্যাচে তাকানো উচিৎ।