কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে । প্রচণ্ড তাপদাহের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে কুষ্টিয়ার জনজীবন। প্রায় এক সপ্তাহ বৃষ্টির দেখা নেই।

আবহাওয়ায় ছড়িয়ে পড়েছে উত্তাপ। প্রায় প্রতিদিন তাপমাত্রা বাড়ছে হুহু করে। শহর থেকে শুরু করে গ্রামীণ জীবন কোথাও স্বস্তি নেই। দুঃসহ গরমে ক্লান্ত-কাতর মানুষ হয়ে পড়েছেন বিপর্যস্ত। তীব্র গরমের কারণে জনজীবনে চলছে নাভিশ্বাস। উচ্চ তাপমাত্রার ফলে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যাও লাফিয়ে বাড়ছে। কুষ্টিয়া আবহাওয়া অফিস সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত কুষ্টিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রবিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন শুক্রবার তাপমাত্রা ৩৭ ডিগ্রি। কুষ্টিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, জেলায় তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক ছিল। তবে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে থাকে। শুক্রবার থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে এ অঞ্চলে। এদিকে, গরমের শুরুতেই কুষ্টিয়ায় লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। চৈত্রের তাপদাহে এ অঞ্চলের সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। বেলা বাড়ার পর থেকে রাস্তায় মানুষের চলাচল কমে যাচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া মানুষ। ভ্যাপসা গরম ও তাপদাহে কদর বেড়েছে শরবত ও রসালো ফলের। স্থানীয় ভ্যানচালক আব্দুল মতিন বলেন, সকাল ১১টা পর্যন্ত ভাড়া মারতে পারছি। তারপর থেকে আর রাস্তায় ভ্যান নিয়ে নামতে পারছি না। বাতাসের সঙ্গে প্রখর রোদের তাপের কারণে ভ্যান চালাতে পারছি না। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার তাপস কুমার পাল জানান, প্রচণ্ড গরমের কারণেই ঠাণ্ডা, জ্বর ও ডায়রিয়ার রোগী বাড়ছে। তাপদাহজনিত কারণে প্রধানত হিট স্ট্রোকের আশঙ্কা থাকে। এখন পর্যন্ত সেরকম রোগী ভর্তি হয়নি।

তবে বেশ কিছু শ্বাস কষ্টজনিত ও পেটের সম্যসা নিয়ে রোগী ভর্তি হয়েছে। কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার ইফতেখার মাহমুদ জানান, প্রচণ্ড গরমে মানুষ ক্ষুধামন্দা, পেটের পীড়া, ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। হাসপাতাল ও চিকিৎসকদের কাছে এসব রোগী বেশি আসছে। তিনি বলেন, এই গরমে বেশি পরিমাণে পানি, লেবু শরবত, বেলের শরবত এবং ওরস্যালাইন খাওয়া ভালো।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে