
দেশের প্রথম পূর্নাঙ্গ আকুপাংচার হাসপাতাল ‘শশী হাসপাতালে’র আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়েছে। শুভ উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশী হাসপাতালের ভিজিটিং কনসালট্যান্ট এসপি ডা. এস,এম শহীদুল ইসলাম, পিপিএম এবং সভাপতির দায়িত্ব পালন করেন ডাঃ নূরে আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শশী হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ সজীব শেখ, বিশেষ অতিথির বক্তব্য এসপি ডা. এস,এম, শহীদুল ইসলাম, পিপিএম। তিনি বলেন, আমাদের সমৃদ্ধির দেশে স্বাস্থ্যখাতে অবদান রাখার ক্ষেত্রে বিদ্যমান চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে আকুপাংচার বিশেষ ভূমিকা পালন করছে। শশী হাসপাতাল প্রতিষ্ঠাকালীন সময় থেকে আস্হা ও বিশ্বাসের সাথে সেবাগ্রহীতাদের সেবা প্রদান করছে, সেইসাথে শশী হাসপাতালের বড়ো সাফল্য হলো বিদেশ থেকে রোগী এসে শশী হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘রাস্তা দিয়ে যাওয়ার সময় একদম উঁচুতে দেখতাম শশী হাসপাতালের সাইনবোর্ড। সাদৃশ্য হলো চাঁদ যেমম আকাশে ওঠে, তেমন শশী হাসপাতালের সাইনবোর্ডটা অনেক অনেক উঁচুতে, আমরা দেখতাম আর বলতাম এটা কি হাসপাতাল। তারপর শুনলাম পুলিশ ডিপার্টমেন্ট এর একজন ডাক্তার এস,এম শহীদুল ইসলাম, পিপিএম, তিনি এখানে ভিজিটিং কনসালট্যান্ট হিসেবে যুক্ত আছেন। তিনি চায়না থেকে ডাক্তারি বিদ্যা পড়ে এসেছেন এবং আকুপাংচার ও পেইন নিয়ে পুলিশ হাসপাতালেও তিনি যথেষ্ট কাজ করেছেন। বিভিন্ন সময়ে তিনি চায়না থেকে এক্সপার্ট নিয়ে আসতেন, আমি দেখেছি তিনি যে কাজ করেন অত্যন্ত দক্ষতার সঙ্গে, দায়িত্ব ও কর্তব্য মনে করে কাজ করেন সে হিসেবেও তাকে চিনি। এছাড়া মাননীয় মন্ত্রী শশী হাসপাতালের ধারাবাহিক চিকিৎসা সেবা প্রদানে গুনগত মান অখুন্ন রাখতে পরামর্শ দেন। চিকিৎসা সেবা প্রদানে শশী হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহার প্রসঙ্গে ম্যান বিহাইন্ড মেশিন এর গুরুত্ব সম্পর্কেও আলোকপাত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শশী হাসপাতালে কার্যক্রম ও পরিবেশ দেখে প্রসংসা করেন এবং বাংলাদেশে আকুপাংচার চিকিৎসার বিস্তারে শশী হাসপাতালের কার্যকরী ভূমিকা রাখতে দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, এসপি ডাঃ এস, এম, শহীদুল ইসলাম, পিপিএম পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে ঢাকায় শান্তিনগর চৌরাস্তায় অবস্হিস শশী হাসপাতালে ভিজিটিং কনসালট্যান্ট হিসেবে চিকিৎসা সেবা প্রদান করছেন।বাংলাদেশে আকুপাংচার চিকিৎসায় ডাঃ এস. এম শহীদুল ইসলামকে পাইওনিয়ার আকুপাংচার বিশেষজ্ঞ হিসেবে আখ্যায়িত করা হয় এবং তাঁর নেতৃত্বে শশী হাসপাতালে আকুপাংচার চিকিৎসার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ডাঃ এস এম শহীদুল ইসলামের দিকনির্দেশনা ও নেতৃত্বে সেবা প্রদানে আন্তরিক প্রয়াস, ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ সজীব শেখ এর দক্ষ ব্যবস্হাপনা, স্বাস্থ্যকর মনোরম পরিবেশ,অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি, সার্বক্ষণিক কল সেন্টার,আবাসিক ব্যবস্হা’সহ নিরবিচ্ছিন্নভাবে শশী হাসপাতালে আকুপাংচার, বাথ, ব্যাথা, প্যারালাইসিসের চিকিৎসাসহ ফিজিওথেরাপি, চেষ্ট থেরাপি, অকুপেশনাল থেরাপি, চাইনিজ ফুট থেরাপি, আকুপ্রেসার, থোলিয়াও, সাইকো থেরাপি,ওজন থেরাপি, সিভিএফটি ও ব্রেন স্টিমুলেটরসহ প্রভৃতি চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রয়েছে।















