লিওনেল মেসি কোথায় যাচ্ছেন? বার্সেলোনা, ইন্টার মায়ামি না সৌদি আরবের আল হিলালে? এ মুহূর্তে ফুটবলের দলবদল দুনিয়ার সবচেয়ে বড় আগ্রহের বিষয় এটিই। পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের জানিয়ে ছিলেন শনিবারই পিএসজির জার্সিতে মেসি তাঁর শেষ ম্যাচ খেলবেন। যদিও আজ পিএসজি জানিয়েছে, এই মৌসুমের শেষ ম্যাচ খেলবেন মেসি। যার অর্থ মেসির পিএসজি ছাড়া এখনো নিশ্চিত নয়।
মেসির দলবদল নিয়ে একেকবার একেক খবর সামনে আসাছে। গত মাসে বার্তা সংস্থা এএফপি খবর দিল, মেসি নাকি সৌদি আরবে খেলার জন্য চুক্তিতে একমত হয়েছেন। যদিও মেসির ঘনিষ্ঠজনেরা তখন খবরটি অস্বীকার করেন। সম্প্রতি আবার শোনা যাচ্ছে, মেসির বাবা ও তাঁর এজেন্ট হোর্হে মেসি নাকি ছেলের সৌদি আরবের দিক থেকে আসা প্রস্তাবে সম্মত হয়েছেন। সৌদি আরবের ক্লাব আল হিলাল তো মেসিকে দলে নিতে টাকার অঙ্ক রীতিমতো অকল্পনীয় পর্যায়ে নিয়ে যাচ্ছে। মেসিকে দলে ভেড়াতে প্রস্তাব দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও।
এদিকে বার্সেলোনা দাবি করে যাচ্ছে, মেসি আবারও তাঁর প্রিয় ক্লাবে ফিরে যাবেন। কিন্তু মেসিকে এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়নি বার্সেলোনা। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে একটা সাক্ষাৎকারে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছেন, মেসির সঙ্গে তাঁর সার্বক্ষণিক যোগাযোগ আছে। আর্জেন্টাইন তারকা আগামী সপ্তাহেই তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করবেন।
আরো জানিয়েছেন, মেসিকে বার্সেলোনায় স্বাগত জানানো হবে মুক্ত মনে, ‘মেসি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন আগামী সপ্তাহে। বার্সেলোনায় তাঁর জন্য দরজা খোলাই আছে। এখানে বিতর্কের অবকাশ নেই। সে বার্সেলোনায় এলে আমরা তাকে আনন্দের সঙ্গেই গ্রহণ করব।’
মেসিকে পেলে বার্সেলোনার আক্রমণভাগে বাড়তি শক্তি যোগ হবে বলে মনে করেন জাভি, ‘সবকিছুর মূলে একজন খেলোয়াড়ের প্রকৃতি প্রদত্ত অভ্যাসটাই আসল। এটাই একজন খেলোয়াড়ের খেলাটাকে অন্য মাত্রায় নিয়ে যায়। আমি মনে করি আমাদের অ্যাটাকিং থার্ডে এ ধরনের খেলোয়াড়ের অভাব আছে। মেসি এলে এই জায়গায় আমাদের শক্তি বাড়বে।’