পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নে সহায়তা হিসেবে ৩টি প্রকল্পে বাংলাদেশকে ১২৫ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদ। বিশ্বব্যাংক গ্রুপের নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওর্য়াকের আওতায় এ ঋণ অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের কৃষি ও পল্লী উন্নয়ন, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের টেকসই উত্তরণ- এই তিন প্রকল্পে ঋণের এসব অর্থ ব্যয় হবে। এর মধ্য দিয়ে উচ্চমধ্যম আয়ের দেশ গঠনের পাশাপাশি বাংলাদেশে সবুজ, জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়ন তরান্বিত হবে বলে আশা করছে বিশ্ব ব্যাংক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে