শুরু হয়েছে পশ্চিম বঙ্গের বিধান সভার ভোট গ্রহন । মোট ৭০ লক্ষ ভোটারের বিপরীতে ৩১ টি আসনে চলছে এই ভোট যুদ্ধ ।বিধানসভার এ নির্বাচনে কংগ্রেস ও বাম ফ্রন্ট জোট এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
তৃণমূল কংগ্রেস দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বর্ধমানের ৩১টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ১৬৩ জন। এর মধ্যে নারী প্রার্থী ২১ জন। কড়া নিরাপত্তায় ভোট নেয়া হচ্ছে ৮ হাজার ৪শ ৬৫ ভোটকেন্দ্রে।
এদিকে আজকের ভোটে এক ঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন নারায়ণগড়ের সূর্যকান্ত মিশ্র, সবং-এ মানস ভুঁইয়া। খড়গপুরে টানা ন’বারের কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী জ্ঞান সিংহ সোহনপালের সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। পিংলায় মুখোমুখি বিদায়ী মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং প্রাক্তন মন্ত্রী প্রবোধ সিংহ।
আগামী ৫ মে পর্যন্ত পঞ্চম দফার ভোট অনুষ্ঠিত হবে।
স্টাফ করসপন্ডেন্ট , বিডি টাইমস নিউজ ।