পূর্বাচল প্রকল্প শেষ করার সময় আরও একদফা বাড়ল। এবার সময়সীমা ধরা হয়েছে ২০২৪ সালের ডিসেম্বর মাস। রাজউক চেয়ারম্যানের দাবি, এই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের ৮০ ভাগ কাজ। জমা পড়েছে ৩০০’বাড়ির প্ল্যান। বাকি থাকা দুই হাজার প্লটও বুঝিয়ে দেয়া হবে নির্ধারিত সময়েই। তবে তাদের এই আশ্বাসে আস্থা রাখতে পারছেন না প্লট মালিকেরা।

তুরাগ, শীতালক্ষ্যা ও বালু নদীর পাশ ঘেষে ১৯৯৫ সালে শুরু হয় ৬ হাজার ২২৭ একর জমি ওপর পূর্বাচল প্রকল্পের কাজ। এখানে ৩০টি সেক্টরে হচ্ছে ২৬ হাজার ২১৩টি আবাসিক প্লট। থাকছে এক হাজার ৩৩টি বাণিজ্যিক, ৪৬৭টি প্রশাসনিক, ২৪৮টি প্রাতিষ্ঠানিক ও ৬৩টি ডিপ্লোম্যাটিক প্লট। আর সবশেষ সংশোধিত ব্যয় ৬ হাজার ৪৪৮ কোটি টাকা। এর মধ্যে বুঝিয়ে দেয়া হয়েছে প্রায় ২৪ হাজার প্লট। ৩২০ কিলোমিটারের মধ্যে রাস্তা হয়েছে ২৯০ কিলোমিটার। ৬০ ব্রিজের মধ্যে কাজ শেষ ৩৯টির। ৪৩ কিলোমিটার লেকের- কাজ বাকি আরও ২১ কিলোমিটারের। রাজউকের দাবি, প্রকল্পের ৮০ ভাগ কাজই শেষ। তবে এই কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১০ সালে। পরে দুদফা সময় বাড়িয়ে ২০১৫, এরপর আরও কয়েক ধাপে তা গিয়ে দাঁড়ায় ২০২০-এ। এর পরের পর্যায়ে ২০২১ সালের জুন, তাতেও কাজ শেষ না হওয়ায় সবশেষ সময় দেয়া ছিল ২০২২ সালের জুন পর্যন্ত।

রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক বলেন, বার বার দেরি হয় নাই। আমাদের যে কাজটা হয়েছে, সেখানে বিভিন্ন মামলা ছিল এবং স্থানীয় বাধা ছিল। এছাড়া আদিবাসীদের কিছু প্লট দেয়া বাকি ছিল। আমাদের এই মামলা, আদিবাসীদের প্লট দেয়া এবং আমাদের যে বাধা ছিল এই বাধাগুলো অতিক্রম করতে দীর্ঘ সময় প্রয়োজন হয়েছে। নতুন করে আরও দু-বছর সময় বাড়ানোর পর, রাজউক চেয়ারম্যান বলছেন- এখন রাস্তা, ব্রিজ ও লেকের কাজে সর্বোচ্চ গুরুত্ব দেবেন তারা। দরকার বুঝে চলবে অন্যান্য কাজও।

রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা বলেন, আমাদের রাস্তাঘাট হয়ে গেছে। আমাদের বিদ্যুতের লাইন হয়ে গেছে, পানির ব্যবস্থাও হয়ে গেছে। এখন প্রায় ৩০০ জন আমাদের কাছ থেকে প্লান নিয়েছে বাড়ি করার জন্য। অনেকগুলো বাড়ি চলমান আছে। শুধু লেক, পার্ক এ ধরনের কিছু কাজ চলমান আছে যা ২০২৪ সালের ডিসেম্বর আমরা শেষ করতে পারব। কিন্তু বাড়িঘর করার জন্য যে ধরনের সুযোগ-সুবিধা দরকার তা সবই এখন আছে। ৩০ স্কয়ার কিলোমিটারের পূর্বাচল পড়েছে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায়। নতুন করে ২০২৪ সালের মধ্যে রাজউক পুরো কাজ শেষ করার ঘোষণা দিলেও এ নিয়ে সন্দিহান প্লট গ্রহিতারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে