আন্তর্জাতিক ডেস্ক সারা বিশ্বে সাংবাদিকদের হত্যার যত ঘটনা ঘটেছে, সেগুলোর অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা শাস্তির আওতায় আসেনি। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে বাকস্বাধীনতা বিপন্ন হবে।
বিশ্বব্যাপী সাংবাদিক হত্যা এবং এর বিচারকাজে ধীর গতি বা বিচার না হওয়াটা অনেক ক্ষেত্রেই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি কেনিয়ায় নিহত হওয়া পাকিস্তানের সাংবাদিক আরশাদ শরীফ এবং দায়িত্ব পালনের সময় গত মে মাসে ইসরাইলে আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ নিহত হওয়ার ঘটনা তাই প্রমাণ করে। ২০২০ ও ২১’সালে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার ঘটনাগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। এই প্রতিবেদনে বাংলাদেশী সাংবাদিক হাবিবুর রহমান রুবেল হত্যার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
ইউনেস্কো জানিয়েছে, বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার বিচার না হওয়ার হার ৮৬’শতাংশ। ২০২০ ও ২১’সালে হত্যার শিকার হয়েছেন ১১৭ জন সাংবাদিক। যাদের মধ্যে ২৬’জন দায়িত্ব পালনকালে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সবচেয়ে বেশি মারা গেছেন মেক্সিকোতে। গত এক দশকে সাংবাদিক হত্যার বিচার না হওয়ার হার ৯ শতাংশ কমলেও তা অপ্রতুল বলে জানিয়েছে ইউনেস্কো ।
ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে আজোলে বলেন, সাংবাদিকদের হত্যা মামলা অমীমাংসিত থাকলে বাকস্বাধীনতাও সুরক্ষিত হবে না। ফলে এর বিরূপ প্রভাব পড়ছে অনুসন্ধানিমূলক সাংবাদিকতায়। পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে জাতীয় সংবাদমাধ্যম আইন এবং নীতি তৈরি ও তা কার্যকরে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করছে ইউনেস্কো। সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের যথাযথ তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত ও বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইউনেস্কো।