দেশে ডেঙ্গুর প্রকোপ এলাকার পর এলাকা বেড়েই চলেছে। গত ২৪’ঘন্টায় নতুন করে ১’হাজার ৯৪’জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, আর মারা গেছে ৪ জন। এদের বেশিরভাগই ঢাকায়। পরিস্থিতি সামাল দিতে ঢাকায় এডিশ মশা নিধনের বিশেষ কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন। নির্মাণাধীন ভবন ও বাসা বাড়িতে মশার লার্ভা পেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ঢাকা উত্তর সিটির মেয়র।
প্রতিদিন বাড়ছে ডেঙ্গুর রোগীর সংখ্যা। দৈনিক মোট আক্রান্তের ৮০ শতাংশের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে ঢাকায়। বুধবার এক হাজার ৯৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ৬০০ জন। মারা গেছেন ৪ জন। এ নিয়ে এ বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট মারা গেলেন ১৫২ জন। ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমাতে ঢাকার দুই সিটি করপোরেশেন কর্তৃপক্ষ তৎপরতা বাড়িয়েছে। এডিস মশা নিধনে মাসব্যাপী বিশেষ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বুধবার উত্তর সিটির ১৩ নম্বর ওয়ার্ডের ডেঙ্গু নিধন কার্যক্রম ও এলাকার উন্নয়নে স্থানীয়দের সাথে মতবিনিময়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন কাউন্সিলর ও স্থানীয়রা।
মতবিনিময় সভায় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, যারা সড়ক ও ফুটপাত দখল করে আছে তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। বাসা বাড়ি ও নির্মাণাধীন ভবনেও অভিযান চলবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। কল্যাণপুর খালসহ ফটুপাত দখলদারদের নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হবে বলে জানান ঢাকা উত্তরের মেয়র।