নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এক প্রজ্ঞাপন জারি করে। এছাড়া, সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ ইব্রাহিমকে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগে সচিব হিসেবে বদলি করেছে সরকার।
গত ২৭’শে অক্টোবর শিল্প সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব করে গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব মো. কামাল হোসেনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে এলজিআরডিতে বদলি করা হয়েছে বলে ৩১ অক্টোবর আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। ২৭ ও ৩১ অক্টোবর জারি করা দুটি পৃথক গেজেট বিজ্ঞপ্তির আংশিকভাবে বাতিল করেছে সরকার। কিন্তু গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, কামাল হোসেনকে একই সত্তায় সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এদিকে, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুশফিকুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) পদে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটিতে পদায়ন করেছে সরকার।