নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বুধবার(২৮’শে সেপ্টম্বর) নোবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলমের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘তথ্যপ্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’।

তথ্য অধিকার দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। এ নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এতে জনগণ ও রাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক বজায় থাকবে। জনগণ যত তথ্য পাবে তাদের জীবনযাত্রার মানের তত উন্নয়ন ঘটবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

উল্লেখ্য, প্রতি বছর ২৮ সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যে নিজ নিজ দেশের সবধরণের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে এ দিবসটি পালিত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে