বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘বিশ্ব পর্যটন দিবস’-এর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার(২৭’শে সেপ্টেম্বর) দুপুর ১২’টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পর্যটনকে বিকশিত করি, সমৃদ্ধ দেশ গড়ি।

উদ্বোধনী বক্তব্যে উপাচায বলেন, ট্যুরিজম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি গর্বিত প্রতিষ্ঠান। ট্যুরিজম এখন শুধু ট্যুরিজমে সিমাবদ্ধ নয়, দেশের আর্থ সামাজিক বিষয়েও এটি অবদান রাখে চলেছে। আজকের উন্নত বিশ্বে দেশকে উন্ন করার জন্যও ট্যুরিজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পর্যটন দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস, যা ১৯৮০ সাল থেকে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে। তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) একটি বিষয় পর্যটন। প্রতিপাদ্যটি এসডিজি অর্জনে ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. মো সুলতার-উল-ইসলাম বলেন, ‘পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে আমরা সোনার বাংলা গঠন করতে সক্ষম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে