বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আয়োজনে ‘আধুনিক পরিসংখ্যানগত শিক্ষা ও তথ্য বিজ্ঞানের টেকসই উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(১৪’ই সেপ্টেম্বর)বিকেলে একাডেমিক ভবন-৪ এর চতুর্থ তলার পরিসংখ্যান বিভাগের গ্যালারী রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ শাহজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক গাণিতিক পরিসংখ্যানবিদ ড. মুসফিকুর রশীদ। সেমিনারে পরিসংখ্যান বিভাগের ড. মোঃ রশীদুল ইসলাম, ড. মোঃ সিদ্দিকুর রহমান, বিভাগের সেমিনার আয়োজন কমিটি ২০২২ এর সদস্য সচিব ও সহকারী অধ্যাপক মোঃ বিপুল হোসেনসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে