জলবায়ু পরিবর্তনের কারণে আগামী কয়েক দশকে বিশ্বে দাবদাহ তিন থেকে দশগুণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত গবেষণায় এ আশঙ্কা জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। এতে দেখা যায়, গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী হওয়ায় বসবাসের অযোগ্য হবে বিভিন্ন অঞ্চল। এতে বিশ্বের কয়েকশ কোটি মানুষ বিপজ্জনক তাপমাত্রার সংস্পর্শে থাকবে বলে সতর্ক করেন তারা।

জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে গড় তাপমাত্রা। এ বছর ভয়াবহ দাবদাহে বিপর্যস্ত হয়েছে অনেক দেশ। এ পরিস্থিতিতে ২১শ সালের মধ্যে বৈশ্বিক দাবদাহ তিন থেকে দশ গুণ বাড়তে পারে বলে সতর্ক করেন পরিবেশ বিজ্ঞানীরা। চলতি বছর গ্রীষ্মে চীন, ভারত ও ইউরোপের কোনো কোনো দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে দেখা গেছে। কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালের গবেষণায় বলা হয়, ২০৫০ সালের মধ্যে অসহনীয় তাপপ্রবাহের কারণে বেশকিছু দেশে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী হতে পারে। এ’ছাড়া চলতি শতাব্দীর শেষে ভারতের মতো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে তাপপ্রবাহ প্রতিবছর এক থেকে চার সপ্তাহ স্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

গবেষণাটি করেছেন, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকরা। তাদের দাবি, তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে তা হবে অত্যন্ত বিপজ্জনক। প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী, তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার সম্ভাবনা ১ শতাংশের কম বলেও প্রতিবেদনে বলা হয়। চলতি বছর মিশরে জাতিসংঘের জলবায়ু সম্মেলন হওয়ার কথা থাকলেও অনেক দেশ কার্বন নির্গমন কমানোর পরিকল্পনা সময়মতো জমা দেয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে