জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের মো: ইকবাল আহমেদ খানের বাড়িতে মে ফ্লাওয়ার ফুটেছে। তিনি একজন সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা । তাঁর বাগানে মোট ২২টি ফুল ফুটেছে। এ প্রজাতির ফুলের অন্য নাম হচ্ছে ব্লাড লিলি ও ফুটবল লিলি।নামে ফুল হলেও এই ফুলের মোট আয়ুষ্কাল এক সপ্তাহ। সাধারণত মে মাসে ফুটে বলে ফুলটিকে মে ফ্লাওয়ার বলা হয়। ফুল ধরার কিছুদিন পর এর গাছ এমনিতেই মাটিতে মিশে যায়। এই ফুলগাছের খুব বেশি পরিচর্যাও করতে হয় না।

বাড়ির মালিক কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার মো: ইকবাল আহমেদের দেবগ্রামের বাড়িতে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফুলগাছ রয়েছে। প্রায় ৩০ বছর ধরে তিনি বাড়ির পাশাপাশি বিভিন্ন স্থানে গাছ লাগান। এলাকায় তিনি বৃক্ষপ্রেমী হিসেবেই পরিচিত। মো. ইকবাল আহম্মেদ খানের ছোট ভাই সাংবাদিক মো: বাদল আহম্মেদ খান বলেন, ‘আমার ভাইয়ের বাগানে বিভিন্ন প্রজাতির ফুলের পাশাপাশি অনেক ফলের গাছও রয়েছে। তিনি নিজ বাড়ির পাশাপাশি অন্যত্রও বিভিন্ন গাছ লাগান।’

ইকবাল আহম্মেদ খান বলেন, ‘আমার বাগানের দুই জায়গায় একখানে ১৫টি, আরেকখানে সাতটি ফুল রয়েছে। আরো দুই দিন পর্যন্ত এই ফুল থাকবে। প্রতিবছরই আমার বাড়িতে মে ফ্লাওয়ার ফোটে।’

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে