রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি।। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হল বান্দরবানে ২ সম্প্রদায়ের বিজু ও বিষু উৎসব । আজ ১২ এপ্রিল মঙ্গলবার সকালে বান্দরবানের শঙ্খ নদীতে ফুল ভাসিয়ে চাকমা ও তংঞ্চ্যাদের সম্প্রদায় এই বিজু ও বিষু উৎসব পালন করে । ১২- ১৪ তারিখ এই তিন দিন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উৎসবটি শেষ হবে। ভোরে ঘুম থেকে উঠে দলবেঁধে ফুল সংগ্রহ করে সকল বয়সে নারী-পুরুষ । পরে কলা পাতায় ফুল দিয়ে নদীতে ফুল ভাসিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে সকলের রোগ মুক্তির জন্য আরোগ্য কামনা করেন।

করোনাভাইরাসের কারনে দুই বছর পর এবারে সামাজিক উৎসব বিজু ও বিষু পালন করতে পেরে খুশি তারা।বান্দরবান নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে