উৎপাদন বন্ধ, লাভের দেখা নেই বহুদিন। তবুও পুঁজিবাজারে লেনদেন হচ্ছে এমন কোম্পানির শেয়ার। শুধু তাই নয় এসব শেয়ারের দামও বাড়ছে। এমন ৬৫ টি কোম্পানিকে কালো তালিকাভূক্ত করেছে এসইসি কর্তৃপক্ষ। মিথ্যা তথ্য দিয়ে পূজিবাজারে তালিকাভূক্ত হওয়া ২৫ টি কোম্পানীও আছে এই তালিকায়। দুর্বল এসব কোম্পানি পূঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

গত মাসেই আরো তিনটি তালিকাভুক্ত কোম্পানী পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, তমিজউদ্দিন টেক্সটাইল এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ারের দামও কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বেড়েছে। জুনের দ্বিতীয় সপ্তাহে পেপার প্রসেসিংয়ের শেয়ারের দাম ১১৩ দশমিক ৩৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬৩ দশমিক ২৫ শতাংশ এবং মনোস্পুল এর শেয়ারের দাম ৫৮ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে! এদের মধ্যে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং তমিজউদ্দিন টেক্সটাইল ডিএসইর কালো তালিকাভূক্ত। এবিষয়ে ক্রেতাদের নোটিশ দিয়ে সতর্কও করেছিলেন ডিএসই কর্তৃপক্ষ।

পূঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি’র তথ্যমতে, বর্তমানে পূঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানির সংখ্যা প্রায় ৪শ। এদের মধ্যে ১শ কোম্পানির মান খুব ভালো। প্রায় ২শ কোম্পানি নানা সমস্যার মধ্যে ভালো করার চেষ্টা করছে। বাকিগুলো শর্ত মেনে ব্যবসা করছে না। বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম জানান, বিনিয়োগকারীরা কোম্পানি সম্পর্কে খোঁজ খবর নিয়ে বাজারে আসলে ঝুঁকি কম থাকে। এছাড়া পূঁজিবাজারের ক্রেতাদের সুরক্ষায় আরো কিছু পদক্ষেপ নিচ্ছে এসইসি-কর্তৃপক্ষ। ২০১৯ সালের অক্টোবর মাসে মিরাকেলের শেয়াররের দাম ১৩ থেকে ১৪ টাকার মধ্যে লেন দেন হয়। উৎপাদন বন্ধের পরও তাদের শেয়ারের দাম বেড়ে ৩০ থেকে ৩৫ টাকায় ওঠানামা করছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ২০০০ সালে পূঁজিবারের তালিকাভুক্ত হয়। গত দুই বছর ধরে বন্ধ কোম্পানিটির উৎপাদন। এরপরও রহস্যজনক ভাবে পুঁজিবাজারে বাড়ছে তাদের শেয়ারের দাম।

পূঁজিবাজারে কালো তালিকাভূক্ত কোম্পানি:
আরবি টেক্সটাইল লিমিটেড
চিক টেক্স লিমিটেড
ঈগল স্টার টেক্সটাইল মিলিস লিমিটেড
জার্মান বাংলা জে বি ফুড লিমিটেড
এম হোসেইন গার্মেন্টস ওয়াসিং এন্ড ডায়িং লিমিটেড
ম্যাক এন্টারপ্রাইজ লিমিটেড
ম্যাক পেপার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড
টিউলিপ ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস
বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড
বাংলাদেশ ডায়িং এন্ড ফিনিশিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড
বাংলাদেশ লাগেজ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড
বাংলাদেশ জিপার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে