বইমেলায় কলম প্রকাশনী থেকে এবার প্রকাশিত হলো এস আর এফ খান’এর আরো একটি কাব্যগ্রন্থ। বইটিতে নানান বিষয় নিয়ে নানান সময়ের বিভিন্ন রকম কবিতা গুচ্ছ রয়েছে।

বইটি প্রসঙ্গে এস আর এফ খান বিডি টাইম্‌স নিউজকে বলেন, আমরা এখন এই ব্যস্ত সময়ে দীর্ঘ পৃষ্ঠায় থাকা অনেক কথা পাতা উল্টিয়ে পড়বার সময় পাইনা। সেখানে যদি এমন একটি বই হাতে নিয়ে, একেক পৃষ্ঠায় একেক মুহূর্তের গল্প উপলব্ধি করি, সেটা অনেক ভালো ব্যাপার। যা এই বইটিতে আছে।

বইটি ইতোমধ্যে পাঠকদের নজর কেড়েছে, যে পাঠক বইটি পড়েছেন তাদের সকলেরই দারুণ ভাল লেগেছে বলে জানিয়েছেন। এটি এস আর এফ খানের ১২তম কাব্যগ্রন্থ। লেখকের ভক্তরা ভিন্ন মাত্রার কবিতার স্বাদ নিতে পারেন এস আর এফ খানের কবিতা গুচ্ছ থেকে এবং মেলায় গিয়ে বইটি দেখবার আমন্ত্রণ জানিয়েছেন লেখক।

আগের বইগুলোর তালিকা 
শঙ্খ চিলের ডানা আঙুলের ঘর  জলজ  শব্দ বোনা ঘর  মন অথবা চোখ । তোমাকে
ভেতর বাহির গল্পের মতো । একটু আধটু । পোয়েটোগ্রাফি । ফিরে আসার গল্পরা । তখনকার মতো এখনো

শিরিন সুলতানা বাঁধন,
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে