মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে জামায়াতের নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশের বাধা পেয়ে আরামবাগে জড়ো হয় জামায়াত-শিবির কর্মীরা।

অন্যদিকে মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডের দিকে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। জামায়াতের কর্মসূচির বিষয়ে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, জামায়াতকে কোনো অনুমতি দেয়া হয়নি। অনুমতি দেয়া হবে না। তারা সমাবেশের চেষ্টা করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

এর আগে মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। যদিও পুলিশ তাদের সমাবেশের অনুমতি দেয়নি। গতকাল ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত আমির প্রফেসর মুজিবুর রহমান ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীকে আহ্বান জানান। এদিকে সকালে জামায়াতের মিডিয়া সেল থেকে জানানো হয়, ঘোষিত কর্মসূচি উপলক্ষে দুপুর ১২টায় মতিঝিল সমাবেশস্থলে যোগ দেবেন তারা।

অনলাইন নিউজ ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে