রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি।। বান্দরবানের থানচির জীবন নগরে ইস্পাত বহনকারী একটি ট্রাক গভীর খাদে পড়ে চালানদার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাকে থাকা আরো ৩ জন।
রবিবার (২৯মে) সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে। এদের মধ্যে আহত চালকের নাম আবদুল মজিদ। নিহত ও অন্য আহতদের নাম জানা যায়নি। দমকলবাহিনী পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানায়, থানচি থানার একটি কর্টেজ তৈরির জন্য ইস্পাতের সরঞ্জাম নিয়ে থানচি যাবার পথে জীবন নগর নামক স্থানে এসে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ীটি প্রায় ৩শ ফুট গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই গাড়িতে থাকা চালানদার মারা যায়। এছাড়া চালকসহ আরো তিনজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন,ট্রাক খাদে পরে একজন নিহত ও তিনজন আহত হবার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বান্দরবান নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ