ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক শহর ৭৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মাত্রা ছিল ৬.৯ রিক্টার স্কেলে, কিন্তু কাঁপিয়েছে বাংলাদেশের বেশ কয়েকটা শহর।
রাজধানী ঢাকাসহ সারাদেশে তীব্র ভূ-কম্পন অনুভূত হয়েছে। আজ বুধবার (১৩এপ্রিল) সন্ধ্যা ৭.৫৬ মিনিটে এই তীব্র ভূকম্পন অনুভূত হয়। এরমাত্রা ছিলো ৭.২ রিক্টার স্কেল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার দূরে মায়ানমারে ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ১২০ কিলোমিটার। এদিকে ভূ-কম্পন অনুভূত হবার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েন। অপরদিকে, একই সময়ে ভারত, নেপাল ও পাকিস্তানেও ভূমিকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। সবাই নিরাপদ থাকুন।