বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি নিয়ে প্রায় আড়াই ঘণ্টা অলোচনার পরও কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে পরিবহন মালিকদের সঙ্গে সড়ক পরিবহন কর্তৃপক্ষের দ্বিতীয় দিনের বৈঠক।শনিবার বনানীতে বিআরটিএ কার্যালয়ে এ বৈঠক দুপুর ২ টার দিকে শেষ হয়।

এসময় পরিবহন মালিকরা উল্টো ভর্তুকির দাবি করেন। এছাড়া বাস মালিক সমিতির নেতারা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্ণাালয়ের মাধ্যমে টাস্কফোর্স গঠনের পরামর্শ দেন।পরে বিআরটির চেয়ারম্যান শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেকের বিষয়ে আরো আলোচনা করতে হবে জানান। ততদিন শিক্ষার্থীদের শান্ত থাকতে আহ্বান জানিয়েছে বিআরটিএ।

বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের বলেন, “২৫ নভেম্বরের বৈঠকের ধারাবাহিকতায় আজ এ বৈঠকহল। পরিবহন মালিক-শ্রমিকরা অনেকগুলো প্রস্তাব দিয়েছেন। ঢাকা শহরে কত শিক্ষাপ্রতিষ্ঠান, কত শিক্ষার্থী, ইত্যাদি তথ্য তারা চেয়েছেন।“হাফ ভাড়া নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের আলাদা কোনো পরিচয়পত্র দেওয়া হবে কিনা, সে বিষয়টিও আলোচনায় এসেছে। পুরো বিষয়টি সুরাহা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিআরটিএ এবং পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব এসেছে।”বিআরটিএ চেয়ারম্যান বলেন, এছাড়া কত শিক্ষাপ্রতিষ্ঠান, কত ছাত্র, কতজন বাস ব্যবহার করে তার পরিসংখ্যান শিক্ষা মন্ত্রণালয় থেকে নেয়া হবে। প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে দ্রুতই আবার আলোচনা হবে বলে জানান চেয়ারম্যান।

অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্যাহ বলেন, “ঢাকায় নগর পরিবহনের যে বাসগুলো চলে, তার মালিকদের ৮০ শতাংশই গরিব। একটা বা দুটো বাস চালিয়ে তাদের সংসার চলে। তাদের বাচ্চারাও স্কুল কলেজে যায়।এরআগে শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসের ভাড়া পঞ্চাশ ভাগ কমানো হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।

বিআরটিসি বাসে চলাচলের সময় শিক্ষার্থীদের অবশ্যই নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র সাথে রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিন ছাড়া অন্য দিনগুলোয় সকাল ৭ টা হতে রাত ৮ টা পর্যন্ত ভাড়া ছাড়ের সুবিধা পাওয়া যাবে।অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীতে কয়েকদিন ধরেই শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।

সূত্রঃ ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে