ফেরি আমানত শাহের তলদেশ ফেটে পানি ঢোকার কথা যানবাহন চালকেরা আগেই ফেরি চালককে জানিয়েছিল। কিন্তু সে কথা তিনি আমলে নেননি বলে অভিযোগ করেছেন পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা। তবে এ বিষয়ে মন্তব্য না করে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে ১৪টি পণ্যবাহী ট্রাকসহ ১৭টি যানবাহন নিয়ে উল্টে যায় রো-রো ফেরি আমানত শাহ। স্থানীয়দের সহায়তায় যাত্রীরা পাড়ে উঠতে পারলেও ডুবে যায় সবগুলো যানবাহন।ডুবে যাওয়া যানবাহনের চালকরা বলছেন, ফেরির তলদেশ ফেটে পানি ঢোকার কথা ফেরি চালককে আগেই জানিয়েছিলেন তারা। কিন্তু তাদের কথা আমলে না নিয়েই দৌলতদিয়া ঘাট থেকে রওয়ানা হন ফেরি চালক ও তার সহকারী। পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপনা নিয়েও অষন্তুষ্ট ক্ষতিগ্রস্ত যানবাহন মালিকরা।এই ঘটনায় কারো অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম।

মোট ১৯টি ফেরি দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যানবাহন ও যাত্রী পারাপার হয় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে। এর মধ্যে রো-রো ফেরি ১১টি এবং কে-টাইপ ও ইউটিলিটি মিলে রয়েছে আরো ৮টি ফেরি।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে