মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধি।। বগুড়ার বুধবার ২৭ অক্টোবর ভোর ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পাচারের সময় তিন হাজার ১৯০ কেজি সরকারি চাল বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। ধুনট উপজেলার কালেরপাড়া ইউপি কার্যালয়ের সামনের রাস্তা থেকে ট্রাকটি জব্দ করা হয়, এ সময় ট্রাক চালক শাহ আলমকে (৩৮) আটক করেছে পুলিশ। আটক শাহ আলম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের বিশা প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৩টার দিকে কালেরপাড়া ইউপি কার্যালয় এলাকা থেকে ৬৫ বস্তা (তিন হাজার ১৯০ কেজি) সরকারি চাল রোহান এন্টারপ্রাইজের একটি ট্রাকে (ঢাকা মেট্টো-ন ১৭-৫৫১০) বোঝাই করে রওনা হয়। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয় এক যুবক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে। পরে পুলিশ সরকারি চাল বোঝাই ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আটক ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও তাদের বিরুদ্ধে মামলা হবে।
বগুড়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে