জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। আশুগঞ্জে পঞ্চাশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ সেট চায়না রিং জাল পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অফিস।
আজ( ২৪ অক্টোবর) রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল ও চায়না রিংজাল উদ্ধার অভিযানে নামেন আশুগঞ্জ উপজেলা মৎস্য অফিস। আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান নৌ-পুলিশের সহযোগিতায় উক্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে পঞ্চাশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ সেট চায়না রিং জাল উদ্বার করা হয় যার মুল্য প্রায় পনের লাখ আশি হাজার টাকা।
উদ্ধারকৃত জাল সমুহ অভিযান শেষে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় তার সঙ্গে ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা ছাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মোহাম্মদ হোসাইন ও ফাহিমা বেগম এবং নৌ-পুলিশের সদস্যবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ